একাধিক টিএমসি বিধায়ক-মন্ত্রী কংগ্রেসে ফিরতে চান: কৌস্তভ

Kaustav Bagchi, Congress leader from West Bengal

সাগরদিঘির উপনির্বাচনের পর রাজ্যে হাওয়া বদল হতে শুরু করেছে। একথা রাজনৈতিক মহলে ঘোরার পরেই পালাবদলের সুর তুললেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি (Koustav Bagchi)৷ নিজের নয় দাবি করলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও তৃণমূলের সাংসদরা দলবদলের জন্য ইচ্ছেপ্রকাশ করেছেন৷ তাঁরা কংগ্রেসে আসতে চান৷ এমনটাই দাবি করেছেন তিনি।

মালদহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রদেশ কংগ্রেসের এক বর্ষীয়ান নেতার সঙ্গে অনেকেই কথা বলছেন৷ তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দুই জন মন্ত্রী নয়, দুই জন সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়ক যোগদানের জন্য ইচ্ছেপ্রকাশ করেছেন। আগামী দিনে এটা মহীরুহর আকার নেবে৷ এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে জানানো হয়নি৷ তিনিই এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷

   

রাজ্যজুড়ে দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে জনমত গড়তে শুরু করেছে৷ এনিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চাও হয়েছে৷ উদাহরণ হিসেবে সাগরদিঘির উপনির্বাচনে শাসক দলের হারের কথা উল্লেখ করছেন অনেকেই। প্রায় ৫০ হাজার ভোটে বিধানসভায় জয়ের পর কেন উপনির্বাচনে হার হল? তা নিয়ে আত্মসমালোচনা করছে তৃণমূল৷ তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনের আয়ে জেলায় জেলায় নেতাদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে। যা বিরোধীদের পালে হাওয়া দিয়েছে৷

বিধানসভা নির্বাচনের আগে ও পরে অনেকেই তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপি থেকে তৃণমূলে যাতায়ত করেছিল৷ এখন কংগ্রেস রাজ্যে এক্স ফ্যাক্টর হিসেবে অবতীর্ণ হতেই যোগদানের ইচ্ছেপ্রকাশ করছেন অনেকেই। এর মধ্যে কৌস্তভের বক্তব্য সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন