জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল বিখ্যাত ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur Roy)। যদিও সোমবার একটি মামলায় তাঁকে ব্যাঙ্কশাল কোর্টের তরফ থেকে জামিন দেওয়া হল বলে খবর।

Advertisements

গত ৮ জুন গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার রোদ্দূরকে। এই মামলায় গত ৯ জুন থেকে পুলিশ হেফজতে ছিলেন তিনি। তবে দু’হাজার টাকার বন্ডে রোদ্দূরকে জামিন দেওয়া হয়েছে আজ। তবে এই মামলাটিতে জামিন পেলেও অন্য মামলাগুলিতে জামিন পাননি রোদ্দূর। যার জেরে পুলিশি হেফাজতেই থাকবেন তিনি।

   

রোদ্দুর রায় প্রয়াত বলিউড গায়ক কেকে সম্পর্কে গায়ক রূপঙ্কর বাগচীর বক্তব্য ঘিরে বিতর্ক নিয়ে একটি ফেসবুক লাইভ চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। রোদ্দুর রায় রূপঙ্কর বাগচি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাগ্নে তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

Advertisements

এর আগে, রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ সাহিত্য পুরষ্কার দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সিদ্ধান্তকে উপহাস করেছিলেন। এছাড়াও রোদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের রয়েছে হেয়ার স্ট্রিট থানায়।