Wrestlers Protest: কুস্তিগীরদের পাশে থেকে রাজপথে মমতার পদযাত্রা

কুস্তিগীরদের হেনস্থার প্রতিবাদে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি পথে নামলেন। দিল্লিতে গ্রেফতার হয়েছিলেন CPIM শীর্ষ নেত্রী সুভাষিনী আলি।

মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের প্রতিবাদ ও তাদের হেনস্থার বিরুদ্ধে কলকাতায় পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদী কুস্তিগীরদের (wrestlers protest) দাবি অভিযুক্ত বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশন সভাপতি ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে।

ব্রিজভূষণকে গ্রেফতার করতে হলে চাই নির্দিষ্ট প্রমাণ। এমনই জানাল পুলিশ। আর কুস্তিগীরদের দাবি ব্রিজভূষণকে পদচ্যুত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে। নিজেদের অবস্থানে অনড় কুস্তিগীরা। তাদের বিক্ষোভ মিছিল থেকে জবরদস্তি সরানোর ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে।

   

কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত  পদযাত্রা কর্মসূচিতে ফের বিতর্ক তুঙ্গে। কারণ, কুস্তিগীরদের হেনস্থার প্রতিবাদে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি পথে নামলেন।

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন কুস্তিগীররা মিছিল করেছিলেন। সেই মিছিল থেকে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। মিছিলে থেকে গ্রেফতার হন সিপিআইএম পলিটব্যুরো নেত্রী সুভাষিনী আলি। সর্বভারতীয় মহিলা সমিতির নেত্রী জগমোতি সাঙ্গোয়ান সহ একাধিক বাম মহিলা সংগঠনের কর্মী নেত্রীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন