ফুটবল মরশুমের সময় নির্ঘন্ট প্রকাশ করল AIFF, কবে থেকে শুরু?

অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ ভারতীয় ফুটবল মরশুমের দিনক্ষণ জারি করল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। সেই অনুযায়ী আগামী মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ জুন…

Federation announced the schedule of AIFF elections

অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ ভারতীয় ফুটবল মরশুমের দিনক্ষণ জারি করল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। সেই অনুযায়ী আগামী মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবল ২০২৩-২০২৪ সালের মরশুম। যদি শেষ হতে হতে আগামী বছরের প্রায় মে মাসের ৩১ তারিখ চলে আসবে। কিন্তু কবে থেকে শুরু হতে পারে ফুটবলের ট্রান্সফার উইন্ডো? তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল ফুটবল সংস্থার অন্দরে।

সেই বিষয় নিয়ে ও চূড়ান্ত করা হল আজ। আইএফএফ’র ঘোষণা অনুসারে আসন্ন ফুটবল মরশুমের প্রথম উইন্ডো শুরু হতে চলেছে আগামী জুন মাসের ৯ তারিখ থেকে। যেটি বন্ধ হয়ে যাবে আগস্ট মাসের ৩১ তারিখে। পাশাপাশি মরশুমের দ্বিতীয় উইন্ডো শুরু হবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে। এক্ষেত্রে ১লা জানুয়ারি থেকে শুরু করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে এই উইন্ডো।

সেইমতো গত কয়েকমাস আগে থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছে আইএসএল থেকে শুরু করে আইলিগের সমস্ত দলগুলি। এক্ষেত্রে রাজ্য লিগ তথা কলকাতা লিগ বিদেশিবিহীন করায় ভারতীয় তারকাদের সই করানো ও নতুন প্রতিভাদের দলে টানার কাজ অনেক আগেই শুরু করেছে ময়দানের ক্লাব গুলি। পাশাপাশি আইএসএলের কথা মাথায় রেখে গত মাসেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছিল ইমামি ইস্টবেঙ্গল শিবির। অন্যদিকে আসন্ন মরশুমে ভালো ফল করতে জেসন কামিন্স কে সই করিয়ে চমক দিতে তৈরি মোহনবাগান সুপারজায়ান্টস।