HomeBharat'তিলোত্তমার বিচার চাই', শহর থেকে জেলায় শুরু মেয়েদের 'রাত দখল' কর্মসূচি

‘তিলোত্তমার বিচার চাই’, শহর থেকে জেলায় শুরু মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচি

- Advertisement -

আরজি কর-কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে জায়গায় জায়গায় শুরু হয়েছে ‘রাত দখলের’ কর্মসূচি। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন-ধর্ষণ মামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মহিলারা। কলকাতার শহর থেকে শুরু করে বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি।

শুধু বাংলা বললে ভুল হবে দেশের অধিকাংশ জায়গায় শুরু হয়েছে দেখুন কর্মসূচি। কিছু জায়গায় আবার মোমবাতি মিছিল শুরু করেছেন সিনিয়র জুনিয়র ডাক্তাররা। সবার মুখে এখন একটাই স্লোগান, ‘তিলোত্তমার বিচার চাই’। রীতিমতো মাঝরাতে জায়গায় জায়গায় প্রতিবাদের শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। দলে দলে পায়ে পা মিলিয়ে রাস্তায় নেমে পড়েছেন মেয়েরা। মোমবাতি হাতে রাস্তায় নেমে পড়েছেন সন্দেশখালীর মেয়েরাও।

   

হাতে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তো হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে যাদবপুর থেকে শুরু করে গড়িয়াহাট, নাগেরবাজার, শিয়ালদা, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মেয়েদের বিক্ষোভ শুরু হয়েছে। এদিকে বিবেকের তাড়নায় সাধারণ মানুষও মিছিলে পা মিলিয়েছেন।

রাত পোহালেই রয়েছে স্বাধীনতা দিবস। কিন্তু তার আগেই মাঝরাতে শুরু হল মেয়েদের তুমুল বিক্ষোভ। ‘রাত দখল’ স্লোগান তুলে তুমুল বিক্ষোভ শুরু করেছেন মেয়েরা। সকলেই চাইছেন যাতে আরজি কর ঘটনার বিচার হোক। বিচার পাক ‘তিলোত্তমা’ ও তাঁর পরিবার। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular