Dilip Ghosh: ‘দাদা গো’ বলে আচমকা মহিলা চলে এলেন, ইকোপার্কেই দিলীপ ঘোষের ভাইফোঁটা

নিত্য দিনের মতোই প্রাতঃভ্রমণে বের হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সে কথা সকলের জানা। ইকোপার্কে বিজেপি সাংসদের মর্নিং ওয়াক যেন ডেইলি রুটিন। তবে আজ দিনটা আলাদা। ভাইফোঁটা। আর সক্কাল-সক্কাল ভ্রমণে বের হতেই ফোঁটা পেয়ে গেলেন দিলীপ ঘোষ।

এদিন ইকোপার্কে হাঁটাহাটি করছিলেন বিজেপি সাংসদ। সেই সময় পার্কে উপস্থিত ছিলেন এক মহিলা আইনজীবী। সাংসদের কাছ থেকে অনুমতি নিয়ে তাঁকে পার্কের মধ্যেই “বড় দাদা”দিলীপ ঘোষকে ফোঁটা দিলেন। পা ছুয়ে নিয়ে নিলেন আশীর্বাদও। আর সেই বিষয়টি ক্যামেরাবন্দি করলেন আগত সাংবাদিকরা।

   

পার্কের একটি সিমেন্টের বেঞ্চে বসেছিলেন বিজেপি সাংসদ। নিয়ম মেনে ভাইফোঁটার মন্ত্র উচ্চারণ করেই তাঁকে ফোঁটা দিলেন মহিলা আইনজীবী। এরপর পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপি সাংসদকে। দুহাত ভরে আর্শীবাদ করলেন দিলীপও। বললেন, “বড় উকিল হয়ে সুপ্রিম কোর্টে যাও। বড় বিচারপতি হও।” দিলীপ ঘোষের এই আর্শীবাদ পেয়ে আপ্লুত ওই আইনজীবীও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন