HomeWest BengalKolkata CityJhalda: সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ মৃত কাউন্সিলরের স্ত্রী

Jhalda: সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ মৃত কাউন্সিলরের স্ত্রী

- Advertisement -

পুরুলিয়ার ঝালদায় (Jhalda) কাউন্সিলর খুনে নয়া মোড়। কাউন্সিলর খুনে সিবিআই তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন মৃত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থার।

হাইকোর্ট জানিয়েছে, সোমবার হবে সেই মামলার শুনানি। প্রসঙ্গত, গত ১৩ মার্চ খুন হন ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেইসময়ে মৃত কাউন্সিলরের স্ত্রী ঝালদা থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

   

ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাই মিঠুন বলেন, ‘‘পারলৌকিক ক্রিয়াকলাপ মিটে যাওয়ার পর আমরা উচ্চ আদালতে যাব। এত দিনেও তদন্তের তেমন অগ্রগতি হয়নি। সিবিআই তদন্ত ছাড়া কিছু হবে বলে মনে হয় না।’’ আর এরপরেই শুক্রবার আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি তুললেন মৃতের স্ত্রী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular