HomeWest BengalKolkata Cityস্বামীর সঙ্গে অশান্তি! স্বামীকে ঘরে আটকে আগুন লাগিয়ে দিল স্ত্রী

স্বামীর সঙ্গে অশান্তি! স্বামীকে ঘরে আটকে আগুন লাগিয়ে দিল স্ত্রী

- Advertisement -

স্বামীর সঙ্গে আশান্তি। স্বামীকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দিলেন স্ত্রী। রবিবার ভর দুপুরে বীরভূমের গ্রামে হুলস্থুল কাণ্ড ঘটল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীকে বাড়ির মধ্যে তালাবন্ধ করে বাইরে বেরিয়ে নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরূদ্ধে। আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার হাজারপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক মান্নার শায়ের আভিযোগ, তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেই সময় তাঁর স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যান। জানা গিয়েছে পারিবারিক অশান্তি থেকেই এই আগুন লাগিয়ে রাখার ঘটনা ঘটেছে। তবে কেন এই চরম সিদ্ধান্ত নিলেন ওই মহিলা সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে কোনও ক্রমে প্রাণে বেঁচেছেন স্বামী। পুড়ে ছাই সমস্ত আসবাবপত্র থেকে বারান্দায় রাখা মোটর সাইকেল।

   

রবিবার দুপুরে ওই বাড়ি থেকে আগুন জ্বলছে দেখে ছুটে আসে স্থানীয়রা। তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। তবে এই ঘটনার পরে থেকে উধাও ওই অভিযুক্ত স্ত্রী। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular