কে মেয়র, মমতার রহস্যের আড়ালে ববির মুচকি হাসি

News Desk, Kolkata: মঙ্গলবার কলকাতা পুরসভায় সবুজের ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই নতুন মেয়র কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার অসমের…

mamata banerjee

News Desk, Kolkata: মঙ্গলবার কলকাতা পুরসভায় সবুজের ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই নতুন মেয়র কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার অসমের কামাখ্যা মন্দিরে দর্শনে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২ টোয় মহারাষ্ট্র ভবনে সকল জয়ী প্রার্থীদের উপস্থিতিতে নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে এবং আলোচনার মাধ্যমে এবং সকলের মত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisements

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম পুরভোটে জয়লাভ করেছেন। ফলে আগামী মেয়র হিসেবে তাঁর নামই অগ্রাধিকার পেয়েছে। যদিও ফিরহাদ হাকিম নিজেকে দলের ‘অনুগত সৈনিক’ হিসেবে সম্বোধন করেছেন। তাঁর কথায়, দলের হয়ে যেকোনো কাজই নিষ্ঠার সাথে করতে রাজি তিনি। নতুন মেয়রের পদের জন্য উঠে এসেছে ৪৪ নং ওয়ার্ডের জয়ী প্রার্থী মালা রায়ের নামও। তবে জল্পনার অবসান ঘটিয়ে নতুন মেয়রের নাম জানতে এখনও আরও একটি দিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।