Weather: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া চোখ রাঙানি, আজ ৬ জেলায় তাণ্ডব চলবে ঝড়-বৃষ্টির

আজ শুক্রবার বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে সেটা নিয়ে বুলেটিন জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আর এই বুলেটিন দেখে চমকে গিয়েছেন সকলে। আজ বাংলার ৬ জেলায় ঝেঁপে বৃষ্টি (Rainfall) নামবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হল হাওয়া অফিসের তরফে।

Advertisements

ইতিমধ্যে শহর কলকাতার পারদ ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। এছাড়া বেশ কিছু জেলার পারদ ৪০ ছুঁইছুঁই। এপ্রিল মাস না আসলেও মার্চ মাসের শেষের দিকে ব্যাপক দাপট দেখাচ্ছে গরম। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিও ছুঁয়ে ফেলেছে ইতিমধ্যে বলে খবর। তবে আজ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত, এই দুইয়ের ঠেলায় নতুন করে বাংলার আবহাওয়ার মুড বদল ঘটতে চলেছে। এই দুইয়ের জেরে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হবে।

   

Image

Advertisements

প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে আগামীকাল থেকে। এদিকে আজ উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৩০ কিমি প্রতি ঘণ্টা। এই ৬ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।