HomeWest BengalKolkata CityWeather: ঝড়-বৃষ্টি হবে নাকি বাড়বে গরম? জানুন আবহাওয়ার হাল হকিকত

Weather: ঝড়-বৃষ্টি হবে নাকি বাড়বে গরম? জানুন আবহাওয়ার হাল হকিকত

- Advertisement -

নতুন করে উত্তাল হতে চলেছে সাগর। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে এই ঘূর্ণাবর্তের দরুণ বাংলার আবহাওয়া (Weather) ৩৬০ ডিগ্রি ঘুরে যাবে।

বিপরীত ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে বলে খবর। এদিকে ফাল্গুন মাসেও ঠান্ডার ছোঁয়া বাংলায়। ফের একবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। যদিও আর আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার পারদ হু হু করে চরতে থাকবে। গতকাল শুক্রবার মার্চ মাসের শীতলতম দিন হিসেবে রেকর্ড গড়েছিল শহর কলকাতা। জ্যের উপর দিয়ে একটি উচ্চচাপ অক্ষরেখা অতিক্রম করছে। এই জোড়া কারণে উত্তর-পশ্চিমী বাতাস জোরালোভাবে প্রবেশ করছে রাজ্যে।

   

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আপাতত খটখটে শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, আজ ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিন চারেক দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular