HomeWest BengalKolkata CityWest Bengal: কলকাতা বিমানবন্দরে মদ বিক্রি করবে বাংলা সরকার

West Bengal: কলকাতা বিমানবন্দরে মদ বিক্রি করবে বাংলা সরকার

- Advertisement -

এবার কলকাতা বিমানবন্দরে মদ বিক্রি করবে মমতা সরকার (West Bengal state government)। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বিমানবন্দরের চালু হয়ে যাবে বিলিতি মদের দোকান। তা নেই। ইতিমধ্যেই উদ্যোগ শুরু করেছে রাজ্যের আবগারি দফতর।

বর্তমানে কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনালে যে মদের দোকান রয়েছে, সেটি রাজ্য আবগারি দফতরের নয়।  সেখানে ডিউটি ফ্রি মদ বিক্রি করে শুল্ক বিভাগ। কিন্তু এবার রাজ্যের আবগারি দফতরের উদ্যোগে ডমেস্টিক টার্মিনালে হবে মদের দোকান। তবে সেখানে বসে খাওয়ার ব্যবস্থা থাকবে না।

   

আবগারি দফতর সূত্রে খবর,এই বিষয় বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এখনও বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি মেলেনি। জানা গিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ রাজি হয়েছে। শেষ পর্যন্ত এই মদের দোকান চালু হলে বাইরে থেকে আর মদ কিনে আনতে হবে বিমানযাত্রীদের বিমানবন্দর চত্বরেই মিলবে মদ। উল্লেখ্য,বিমানে এক জন ব্যক্তি ৫ লিটার পর্যন্ত মদ নিয়ে উঠতে পারেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular