চাকরি দেবে রাজ্য সরকার! মন্ত্রীসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

Nabanna Announces ₹3,000 Hike in Allowance Ahead of Durga Puja

বুধবার রাজ্য সরকারের মন্ত্রীসভার বৈঠক ছিল। সেই বৈঠকে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী কিছুদিনের বেশ কিছু ক্ষেত্রে চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। সূত্র মারফৎ জানা গিয়েছে, বিভিন্ন দফতরে মোট ৫৫২টি নতুন পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। স্বরাষ্ট্র দফতরে ১০৫টি শূন্যপদ এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরে ২৭০টি পদে নতুন নিয়োগ হবে। এছাড়া স্কুল শিক্ষা দফতরে ৩৫ জনকে নিয়োগ করা হবে।

Advertisements

শপথে গুজরাটের ‘জয়গান’ মমতা-প্রিয় বাংলার তৃণমূল সাংসদের

   

তবে কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেই বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। বুধবার লোকসভা নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের শেষদিকে মমতা মন্ত্রীদের নির্দেশ দেন, যে সব এলাকায় লোকসভায় ফলাফল আশানুরূপ হয়নি, বা যেসব এলাকায় শাসকদল পিছিয়ে রয়েছে, সেই এলাকাগুলিতে বাড়তি দায়িত্ব নিতে হবে মন্ত্রীদের। মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দেন, সবাইকে জনসংযোগে নজর দিতে হবে। মানুষের পাশে থাকতে হবে। যে সব এলাকায় ফল খারাপ হয়েছে, সেখানেও মানুষের পাশে থাকতে হবে।

আগুন বাজারদর, মধ্যবিত্তের সুরাহায় সস্তায় সবজি বিক্রিতে বড় পদক্ষেপ নবান্নের

Advertisements

এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ‘মানুষের পাশে থাকতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। নাহলে ভোটে জেতা যাবে না। আগামী দিনে এটা মাথায় রেখে কাজ করতে হবে ।’ এদিনের বৈঠকে কোচবিহারে ভালো ফলের জন্য মন্ত্রী উদয়ন গুহর প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০২৪ লোকসভার ফলাফলকে বিধানসভার ভিত্তিতে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে তৃণমূল এগিয়ে আছে ১৯২ আসনে। কংগ্রেস এগিয়ে ১১ আসনে, বামেরা একটি আসনে। অন্যদিকে চব্বিশের ভোটে মাত্র ৯০ বিধানসভায় এগিয়ে বিজেপি।