HomeWest BengalKolkata CityWest Bengal: কোটি টাকা তছরুপ করে ধৃত রাজ্য সরকারি কর্মী

West Bengal: কোটি টাকা তছরুপ করে ধৃত রাজ্য সরকারি কর্মী

- Advertisement -

নিউজ ডেস্ক, বাঁকুড়া: বিশাল অঙ্কের অর্থ তছরুপের অভিযোগে বাঁকুড়া ফাস্ট ট্র্যাক কোর্টের পেশকার প্রীতম ভকত ও তার বন্ধু অভীক মিত্রকে গ্রেফতার করল পুলিশ। দুই অভিযুক্তকে বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

গত ২০১৯ সালের ২ এপ্রিল থেকে ২৩ অক্টোবর এবং ২০২০ সালের মধ্যে ২ কোটি ৩৩ লক্ষ ১৯ হাজার ৮৬২ টাকা তছরুপের অভিযোগ ওঠে বাঁকুড়া সিজেএম কোর্টের তদানীন্তন হিসাবরক্ষক প্রীতম ভকতের বিরুদ্ধে। বর্তমানে তিনি বাঁকুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের পেশকার পদে কর্মরত আছেন।

   

বর্তমান সিজেএম ময়ুখ মুখার্জী এই বিষয়ে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত প্রীতম ভকত ও অভীক মিত্রকে গ্রেফতার করে। অভিযুক্ত প্রীতম ভকতের আইনজীবী সায়ন্তন চৌধুরী বলেন, ২ কোটি টাকারও বেশি সরকারী অর্থ তছরুপের দায়ে তাঁর মক্কেল গ্রেফতার হয়েছেন। ঘটনার তদন্ত পুলিশ করছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular