অবশেষে আশার আলো! চাকরিচ্যুতদের প্রতিনিধি দলকে নিয়ে বৈঠকে বসল শিক্ষা দপ্তর

SSC scam salary refund

চাকরিচ্যুত শিক্ষাপ্রার্থীদের দীর্ঘ আন্দোলনের (SSC) প্রেক্ষিতে অবশেষে রাজ্য সরকার এক গঠনমূলক পদক্ষেপ নিল। রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের তরফে ‘যোগ্য’ চাকরিহারাদের(SSC) সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, সোমবার বিকাশ ভবনে(SSC) আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে অংশগ্রহণ করেন ছয়জন ‘যোগ্য’ চাকরিহারার প্রতিনিধি এবং রাজ্যের শিক্ষা(SSC) দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা, যাঁদের নেতৃত্বে ছিলেন শিক্ষাসচিব স্বয়ং।

Advertisements

এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল চাকরিচ্যুতদের মধ্যে যাঁরা(SSC) বিচারালয়ে বা এসএসসি তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাঁদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে আলোচনা। (SSC) রাজ্যের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, সরকার কোনওভাবেই ‘অযোগ্য’ প্রার্থীদের পুনঃনিয়োগে আগ্রহী নয়। তবে যাঁরা যথাযথ (SSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও প্রশাসনিক জটিলতা বা ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার কারণে চাকরি হারিয়েছেন, তাঁদের পুনর্বহালের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

প্রতিনিধি দলের একজন সদস্য বৈঠকের আগে বলেন,(SSC) “আমরা চাই সরকার আমাদের অভিযোগ শুনুক এবং নিরপেক্ষভাবে আমাদের বিষয়ে সিদ্ধান্ত নিক। আমরা (SSC) আদালতে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছি। এখন সরকারের কাছ থেকে সুবিচার চাই।” অন্য একজন জানান, “আমাদের (SSC) জীবনের মূল্যবান কয়েকটি বছর চলে গেছে এই অনিশ্চয়তার মধ্যে। এই বৈঠকে আমরা আশার আলো দেখতে পাচ্ছি।”

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের (SSC) অতিরিক্ত সচিব, এসএসসি-র উচ্চপদস্থ আধিকারিকরা এবং আইন উপদেষ্টারা। বৈঠকে মূলত নথিপত্র যাচাই, আইনি প্রতিবন্ধকতা(SSC) এবং নিয়োগের সম্ভাব্য পদ্ধতি নিয়ে আলোচনা হয়। শিক্ষাসচিব আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই একটি রিপোর্ট তৈরি করে তা (SSC) শিক্ষামন্ত্রীর কাছে পেশ করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisements

এদিকে শিক্ষামন্ত্রীর দফতরের এক সূত্র জানায়, “সরকার চায়(SSC) যোগ্য প্রার্থীরা সুবিচার পাক। আদালতের নির্দেশ মান্য করেই আমরা পদক্ষেপ নিচ্ছি।” যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এই বৈঠককে আন্দোলনকারী চাকরিচ্যুতদের মধ্যে আশার আলো বলেই মনে করছেন বিশ্লেষকরা।

চাকরিহারাদের পক্ষ থেকে দাবি, যত দ্রুত সম্ভব(SSC) এই প্রক্রিয়া সম্পন্ন হোক এবং তাঁদের আবার স্কুলে পাঠানো হোক, যাতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত না হয়। রাজ্য সরকারের এই সদিচ্ছা এবং উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষামহলও।

এই বৈঠক শেষ হলেও আলোচনা যে এখানেই থেমে থাকছে (SSC) , তা বলাই বাহুল্য। পরবর্তী সপ্তাহে আরও কয়েকটি বৈঠক হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আপাতত, যোগ্য চাকরিহারাদের জন্য নতুন আশার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।