West Bengal: ভোটের আগেই অবসর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর

Harikrishna Dwivedi

ভোটের আগেই অবসর রাজ্যের (West Bengal ) মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। ৩০ জুন অবসর নেওয়ার কথা। নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যসচিবের অবসরে চাপে রয়েছে রাজ্য। কেন্দ্রের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে রাজ্য। সূত্রের খবর, হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি না হলে, পরবর্তী মুখ্যসচিব হতে পারেন বর্তমান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। সে ক্ষেত্রে স্বরাষ্ট্রসচিব হতে পারেন বিবেক কুমার।

Advertisements

এর আগেও পূর্বতন মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ অবসরের পরেও তিনি এক্সটেনশন পেয়েছেন। খবর অনুযায়ী, হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশন সংক্রান্ত ফাইল দিল্লির কর্মিবর্গ দফতরে পাঠানো হয়েছে।

   

উল্লেখ্য হরিকৃষ্ণ দ্বিবেদী ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস। মুখ্যসচিব হওয়ার আগে তিনি বেশ কিছু দিন অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। তিনি অর্থসচিব ও স্বরাষ্ট্রসচিবেরও দায়িত্ব সামলেছেন।

Advertisements

প্রসঙ্গত, ইয়াসের পর দিল্লিতে প্রধানমন্ত্রী পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ও তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ দেয় কেন্দ্র। তখন অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা।