
বাড়িয়ে দেওয়া হল মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Dwivedi) মেয়াদ। আরও ছয় মাস হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। মেয়াদ বাড়িয়ে দেওয়ার ফলে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য প্রশাসনে কোনও রদবদলের প্রয়োজন আর থাকছেনা। হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আস্থাভাজন’ বলেই মনে করা হয় রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্র থেকে কোনও চিঠি না আসায় প্রশাসনিক মহল উদ্বিগ্ন ছিল। এমনকী দ্বিবেদীও দোলাচলে ছিলেন বলেই জানা গিয়েছে। দ্বিবেদীর মেয়াদ না বাড়লে স্বরাষ্ট্রসচিব গোপালিকাই পরবর্তী মুখ্যসচিব হিসেবে বিবেচিত হয়েছিল। এছাড়াও আরও কয়েকজন তার সঙ্গে এই দৌড়ে ছিলেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










