Weather: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই জারি হলুদ সতর্কতা

Weather:হাওয়া অফিস সূত্রে জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। উপকূল এলাকায় প্রবল বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

আগামী কয়েকদিন কলকাতা এবং কলকাতা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে। কলকাতা, দমদম, সল্টলেক, বালী, হাওড়ায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে ডায়মন্ড হারবারে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

   

আজকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় ভিজতে পারে শহর। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েই গেছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ থাকবে। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা থাকবে।‌

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন