HomeWest BengalKolkata Cityগরমের পর্ব শুরু বাংলায়!

গরমের পর্ব শুরু বাংলায়!

- Advertisement -

Weather updates: আজ সোমবার থেকে গোটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমাগত ৩০ ডিগ্রির উপরে যেতে থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলাগুলি থেকে শুরু করে সমস্ত জায়গায় ৩০ ডিগ্রি কাছাকাছি চলে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকে অনেকটাই বাড়বে। কোনরকম শীত থাকবে না গোটা দক্ষিণবঙ্গে। তবে ভোরের দিকে হালকা শীত অনুভূতি হতে পারে এবং তার সাথে কুয়াশা থাকবে।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে দখিনা বাতাসের সৌজন্যে। তাপমাত্রা বাড়লেও উপকূলীয় অঞ্চল ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে সব জায়গায়, তবে উপকূলীয় বিশেষ করে সুন্দরবন অঞ্চলে ক্রমাগত দক্ষিণা বাতাসে সৌজন্যে সর্বনিম্ন তাপমাত্রার প্রায় ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং তার সাথে কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

   

দেখে নিন গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের পাঁচটি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ভুক্ত স্থান। তমলুক – ৩১.০, মেদিনীপুর – ৩০.৭, উলুবেড়িয়া – ৩০.৫, খড়গপুর – ৩০.৪, দীঘা – ৩০.৪।

উপরোক্ত তথ্যগুলি তাকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্রমশ গরম বাড়ছে ওড়িশা সংলগ্ন মেদিনীপুর জেলাতে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কোনও পরিবর্তন হবে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular