Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata Cityভোরে শিরশিরানি ভাব, শীতের আমেজ নিয়ে এল বড় আপডেট

ভোরে শিরশিরানি ভাব, শীতের আমেজ নিয়ে এল বড় আপডেট

- Advertisement -

কিছুদিন তাপমাত্রা কম থাকার পরে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে এদিন থেকে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক। বেশিরভাগ জেলাগুলিতেই একই পরিস্থিতি। রাজ্যে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করায় ভোরের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গেরও কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

   

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

রবিবারও পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও সোমবার থেকে তার পরিবর্তনের সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, ঠান্ডার আমেজ থাকলেও তা আপাতত স্থায়ী হচ্ছে না। কেননা শীত এখনই আসছে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular