Mohammedan SC: জয় এলেও প্রথম একাদশে কেনও থাকলেন না তন্ময় ও ডেভিড ?

টানা তিনবার কলকাতা লিগ জয় করার পর আইলিগে ও চেনা ছন্দে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। গতকাল, রবিবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে আইজল এফসির…

David Lalhlansanga

টানা তিনবার কলকাতা লিগ জয় করার পর আইলিগে ও চেনা ছন্দে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। গতকাল, রবিবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে আইজল এফসির মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল সাদা-কালো ব্রিগেড।

দলের হয়ে গোল করেন যথাক্রমে স্যামুয়েল ও অ্যালেক্সিস গোমেজ। অপরদিকে আইজল এফসির হয়ে একটিমাত্র গোল করেন লালরিনফেলা। এই জয়ের ফলে যথেষ্ট খুশি সকলে। এই জয় আগামী দিনে অন্যান্য ম্যাচ গুলির ক্ষেত্রে ও যে বাড়তি আত্মবিশ্বাস দেবে দলের ফুটবলারদের মধ্যে সেইকথা কিন্তু বলাই চলে। এখন কয়েকদিন বিশ্রাম তারপর ফের নিজেদের ঘরের মাঠে অর্থাৎ নৈহাটি স্টেডিয়ামে শিলং লাজং এফসির মুখোমুখি হবে ব্ল্যাক প্যান্থার্স।

তবে দলের এই জয় নিয়ে যথেষ্ট খুশি সকলে। পরবর্তীতে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহামেডান কর্তা বিলাল আহমেদ খান বলেন,” দলের প্রথম ম্যাচ তাই বোঝাপড়ার খানিকটা সমস্যা দেখা দিতেই পারে। যতই দল অনুশীলন করুক না কেন। ম্যাচ আলাদা অনুশীলন আলাদা। তবে আজ ম্যাচের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের দল যথেষ্ট ভালো খেলেছে। বহুবার আক্রমণে উঠেছে। ওদের তরফ থেকে ও একটা গোল হয়েছে। একটা বারে লেগে বেড়িয়ে গিয়েছে। এছাড়াও দুই থেকে তিনবার ওরা আক্রমণ করেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরাই খেলেছি। আমরাই বেশি চাপ দিয়ে রেখেছিলাম। তবে যতদিন এগোবে দল যথেষ্ট ভালো খেলবে। এবছর আইলিগ জেতাই অন্যতম লক্ষ্য আমাদের।”

তবে প্রথম ম্যাচে জয় এলেও দলের দাপুটে দুই তারকা তথা ডেভিড লালসাঙ্গা ও তন্ময়কে দলে না রাখা নিয়েই দেখা দিয়েছে যত জল্পনা। উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপের পাশাপাশি কলকাতা লিগের মতো ফুটবল টুর্নামেন্টে ও দলের হয়ে যথেষ্ট সাবলীল থেকেছেন ডেভিড। সর্বোচ্চ গোলদাতার খেতাব ও উঠেছে তার ঝুলিতে। পাশাপাশি সাদা-কালো জার্সিতে যথেষ্ট ঝলমলে থেকেছেন তিনি। তাই সবদিক বিবেচনা করার পরেও কেনো তাদের রাখা হল না একাদশে? এই নিয়ে পরবর্তীতে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ ছিল। তাই সবাইকে দেখে নেওয়াই আমাদের মূল লক্ষ্য ছিল। তাছাড়া বিদেশি ফুটবলারদের ও দেখে নেওয়া দরকার। তবে ম্যাচ এগোনোর সাথে সাথে সমস্ত কিছুর বদল আসবে।