দেবীপক্ষের সূচনা থেকেই বৃষ্টি, কেমন থাকবে পুজোর আকাশ, জানাল হাওয়া অফিস

আজ মহলয়া। সকাল থেকেই আকাশের মুখ একেবারে ভার (Weather update)। দেবীপক্ষের সূচনাকালেই ভোর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদিও গতকালই হাওয়া অফিসের (Weather update)…

আজ মহলয়া। সকাল থেকেই আকাশের মুখ একেবারে ভার (Weather update)। দেবীপক্ষের সূচনাকালেই ভোর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদিও গতকালই হাওয়া অফিসের (Weather update) পূর্বাভাস ছিল যে, বুধ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টির ধারা৷

Advertisements

কয়েক ঘণ্টার বর্ষণের জেরে দেবীপক্ষের সূচনার সকালে ভ্যাপসা গরমের হাত রেহাই মিলেছে আমজনতার৷ আলিপুর আবহাওয়া (Weather update) সূত্রে খবর, চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,বাঁকুড়া কলকাতা সহ বিভিন্ন জেলাতে সারাদিন ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

Advertisements

তবে সকলের মনে একচাই প্রশ্ন যে পুজোর চারদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া৷ সেই বিষয় নিয়ে হাওয়া অফিস (Weather update) জানিয়েছে, যে পুজোর কটাদিন ভারী বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষঅটির সম্ভাবনা রয়েছে৷

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ না থাকলেও এখনও মৌসুমি অক্ষরেখা সক্রিয়। বর্ষা এখনও বিদায় নেয়নি বঙ্গ থেকে। অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে কম-বেশি জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। দু’-একটি জায়গায় বৃষ্টি হতে পারে তারই প্রভাবে।

ভারী বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের কয়েকটি জেলা কার্যত বানভাসি। বিহারেও রয়েছে বন্যা পরিস্থিতি। তবে পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। যদিও দুর্গাপুজোর সময় বৃষ্টি হতে পারে বলে আগে থেকে জানিয়ে রেখেছে

তবে এখানেই শেষ নয়, দক্ষিণেক পাশাপাশি উত্তরেও মিলেছে বৃষ্টির দেখা৷ দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে গত কয়েকদিন ধরেই হচ্ছে বৃষ্টি৷