ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণে বৃষ্টির কী পূর্বাভাস?

কলকাতাঃ  রথের দিনে বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। রবিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা…

আবহাওয়া

কলকাতাঃ  রথের দিনে বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। রবিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

Advertisements

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিশেষ করে দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা য় হালকা বৃষ্টিপাতের পরিমান তুলনায় অনেকটা কম থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

Advertisements

তবে শনিবার সকাল থেকে শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা শহরে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। এদিন কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, হাওয়ার বেগ ঘন্টায় ১৪ কিমি এবং আদ্রতা জনিত কারণে অস্বস্তি বজায় থাকবে।