HomeWest BengalKolkata Cityweather: বেলা বাড়লেই মেঘে ঢাকবে আকাশ? দেখে নিন আবহাওয়ার আপডেট

weather: বেলা বাড়লেই মেঘে ঢাকবে আকাশ? দেখে নিন আবহাওয়ার আপডেট

- Advertisement -

আজ মহালয়া (Mahalaya)। সকাল থেকে ভিড় গঙ্গার ঘাটে ঘাটে। আপাতত ঝড় বৃষ্টির (Rainfall) কোনো খবর নেই। বেলা বাড়ার সঙ্গে কি বদলাবে আবহাওয়ার (Weather) মেজাজ, পুজোর দিনগুলোই-বা কেমন যেতে পারে? জেনে নিন আবহাওয়ার আপডেট।

ঝলমলে রোদ দিয়ে শুরু হয়েছে রবিবারের সকাল। বাকি দিনটা এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন রয়েছে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়নি। রোদ থাকছে। সেই সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মালুম হবে গরম।

   

পুজোর দিনগুলোতেও আপাতত নেই দুর্যোগের কোনো সম্ভাবনা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে এখনও কোনো অশনি সংকেতের কথা বলা হয়নি। দু একটা জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।পুজোর মধ্যে বর্ষণের সম্ভাবনার কথা শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু দিন যত এগিয়েছে তত বর্ষণের সম্ভাবনা ক্ষীণ হয়েছে। আপাতত পুজোর চার দিন বর্ষণের কোনও সম্ভাবনা নেই বলেই জািনয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে রাজ্যে আপাতত তুমুল বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular