Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata CityWeather: আকাশে ঘনাচ্ছে কালো মেঘ, মিলবে তীব্র গরম থেকে রেহাই

Weather: আকাশে ঘনাচ্ছে কালো মেঘ, মিলবে তীব্র গরম থেকে রেহাই

- Advertisement -

গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। বসন্ত কাটতে না কাটতেই গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে বঙ্গবাসীর। যদিও কিছুটা সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে কার্যত আকাশের মুখ ভার। শনিবারও তা অব্যাহত রয়েছে। এখনও তেমন বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়ায় কিছুটা যেন তীব্র গরম থেকে রেহাই মিলেছে।

হাওয়া অফিস জানিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। সূত্র মারফত খবর, সিকিম থেকে ছত্তিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের জন্য বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি।

   

দক্ষিণের ভাগ্যের শিঁকে না ছিঁড়লেও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ মাঝারি রকমের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলেও তাপমাত্রায় তেমন তারতম্য কিছু ঘটবে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular