Weather update: বাংলার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোথায় কী? ভাদ্রের ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। শুক্রবার মধ্য রাতে ছিঁটে ফোঁটা বৃষ্টি হলেও আবারও সেই যে কে সেই আবহাওয়া (Weather Update)। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দুদিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আবহাওয়া পরিবর্তনের কোনওরকম পূর্বাভাস নেই।

Advertisements

রবিবার সকাল থেকেই কাটফাটা রোদ কলকাতায়। সেইসঙ্গে বজায় রয়েছে আদ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ। হাওয়া মোরগের তরফ থেকে জানানো হচ্ছে, এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে তাপমাত্রায় হবে না কোনও হেরফের।

   

এদিকে উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। এমনকি লাল সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায়। এছাড়া আগামী দুই তিন দিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements