Heavy Rainfall: কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকেই আকাশের মুখ ভার। শুক্রবার রাতে কালবৈশাখী ও হালকা বৃষ্টির পর ফের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মানুষ। Advertisements যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে…

সকাল থেকেই আকাশের মুখ ভার। শুক্রবার রাতে কালবৈশাখী ও হালকা বৃষ্টির পর ফের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মানুষ।

Advertisements

যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে দমকা হাওয়া বজায় থাকবে। সেইসঙ্গে মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। তবে আপাতত গরম কমার লক্ষণ নেই বঙ্গে। আগামী কদিন তীব্র গরমই থাকবে শহর জুড়ে। সঙ্গে অতিরিক্ত জলীয় বাষ্পে দুর্ভোগ চরমে উঠবে।

বিজ্ঞাপন

এদিকে দিল্লিতে হু হু করে চড়ছে পারদ। জাফরপুর ও মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্রগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ৪৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের এই সময়ে স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি। পিতমপুরাও তাপপ্রবাহের কবলে পড়েছে, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির বেস স্টেশন সফদরজং অবজার্ভেটরি তে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)
শনিবার রাজধানীর অনেক জায়গায় তীব্র তাপপ্রবাহের  জন্য কমলা  সতর্কতা জারি করেছে।