HomeWest BengalKolkata Cityবাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে চরম সতর্কতা, ধেয়ে আসছে বৃষ্টি

বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে চরম সতর্কতা, ধেয়ে আসছে বৃষ্টি

- Advertisement -

আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে।

এই নিম্নচাপের যথেষ্ট প্রভাব বঙ্গে পড়বে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। এমনকি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এর পাশাপাশি যারা গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

   

শনিবার মধ্যরাতে কলকাতায় দু-এক পশলা বৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়বে। সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

এমনকি কিছুক্ষণের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দিয়ে বৃষ্টি ধেয়ে আসছে। ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular