HomeWest BengalKolkata Cityশুকনো হাওয়ায় গরম বাড়বে

শুকনো হাওয়ায় গরম বাড়বে

- Advertisement -

আপাতত আবহাওয়ার আর তেমন কোনো তারতম্য ঘটবে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে বলে জানানো হয়েছে। বজায় থাকবে শুষ্ক আবহাওয়ার দাপট।

জানা গিয়েছে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার বিশেষ কোনও হেরফের হবে না। ভোরের দিকে হাল্কা ঠান্ডার আমেজ থাকবে। এখনই বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

   

এদিকে উত্তর ভারতের অনেক রাজ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার জেরে দেশের একাধিক রাজ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, লাদাখ ও তার আশপাশের এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যা ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে। এই ঝঞ্ঝার কারণে পঞ্জাব, হরিয়ানা, বিহার সহ একাধিক রাজ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আইএমডি জানিয়েছে, রাজধানীতে আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে দিনের বেলায় ঝোড়ো হাওয়া বইবে। আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular