
আর নেই বৃষ্টি, এবার ক্রমেই বাড়বে তাপমাত্রা। গরমে নাজেহাল হওয়ার দিন ফের চলে এসেছে। হু হু করে বাড়বে তাপমাত্রা, সেইসঙ্গে কলকাতা সহ গোটা রাজ্যে রেকর্ড তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত ৩৫ ডিগ্রির বেশিই থাকবে কলকাতার তাপমাত্রা। শনিবার শহরের তাপামাত্রা পৌঁছেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। হাঁসফাঁস গরমে নাজেহাল সাধারণ মানুষ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সেইসঙ্গে রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। বাংলাদেশ ও উত্তর মায়ানমারের কাছে ২২ মার্চ আছড়ে পড়বে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। যদিও স্বস্তির খবর এটাই বাংলায় এর তেমন প্রভাব পড়বে না।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










