Advertisements

Weather: দু-এক ঘণ্টার মধ্যে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা

weather

ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ। বদলাতে শুরু করেছে আবহাওয়া (Weather)। দু’এক পশলা বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হয়নি রাজ্যজুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের কিছু জেলাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে বৃষ্টি হলেও কলকাতা-সহ বেশিরভাগ জেলাতে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি পারে।

Advertisements

সেইসঙ্গে আজও সমুদ্র তীরে দমকা ঝোড়ো হাওয়া। যার ফলে মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে প্রশাসনের তরফে। কলকাতায় আর দু-এক ঘণ্টার মধ্যেই ঝড়বৃষ্টি হতে পারে।

অন্যদিকে জাতীয় আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ছত্তিসগঢ় এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব এমপি ও দক্ষিণ-পূর্ব ইউপির উপর গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর এমপি জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি সুচিহ্নিত নিম্নচাপ এলাকায় দুর্বল হয়ে পড়বে।

Advertisements
Advertisements