HomeWest BengalKolkata Cityশক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

- Advertisement -

বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। তাপমাত্রাও অনেকটাই কমেছে যা স্বস্তি দিয়েছে বঙ্গবাসীকে।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়।

   

আবহাওয়া সংস্থা দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, অনেক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে। অতি ভারী বৃষ্টির কারণে মহারাষ্ট্রের মুম্বইয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অন্যদিকে ওড়িশার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ওড়িশা ও ছত্তীসগঢ়ে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আইএমডি অনুসারে, ৯ ও ১০ আগস্ট সারা দিন ধরে অন্ধ্র প্রদেশ এবং মহারাষ্ট্রের বেশ কয়েকটি অংশে মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular