
Weather Today: চলছে উৎসবের মরশুম। মাত্র চার দিন, তারপরেই ইংরেজি নতুন বছর। বেড়ানোর জায়গাগুলিতে ভিড় থাকলেও শীত কম হওয়ায় খানিকটা অস্বস্তির মধ্যেই সাধারণ মানুষ। বছর শেষে শীতল স্বস্তি পাবে কিনা বঙ্গ তা নিয়ে আশ্বাসবাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আগামী দিন পাঁচেক রাজ্য জুড়েই রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে সঙ্গী হতে পারে কুয়াশা।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
এদিন ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
প্রতিবেশী দেশে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে, ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার বাড়ছে। এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই পূর্বাভাসে সেকথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।









