HomeWest BengalKolkata CityWeather: সাগরে ফের ঘূর্ণাবর্ত, আসছে উপকূলের দিকে

Weather: সাগরে ফের ঘূর্ণাবর্ত, আসছে উপকূলের দিকে

- Advertisement -

Weather: গত সপ্তাহেই ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডব দেখেছে বাংলাদেশ। এর প্রভাব পড়েছে উত্তরপূর্ব ভারতেও। মিধিলির জেরে ভিজেছে পশ্চিমবঙ্গও। আর সেই ঘূর্ণিঝড় যেতে না যেতেই সাগরে তৈরি হল আরও দুটি ঘূর্ণাবর্ত। তার মধ্যে একটি ঘূর্ণাবর্ত উপকূলের দিকে এগিয়ে এসেছে।

মৌসম ভবন জানাল, বঙ্গোপসাগরে বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বর্তমানে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসগারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এদিকে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে। অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে সেটি অবস্থান করছে। গতকাল সেটি ছিল দক্ষিণ বঙ্গোপসাগরে কোরোমিন অঞ্চলে। এই জোড়া ঘূর্ণাবর্তর কোনওটি আগামী কয়েকদিনে নিম্নচাপে পরিণত হবে বলে কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। 

   

আজ সোমবার দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টি হবে না উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। উত্তরবঙ্গেও আজ কোথাও বৃষ্টি হবে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া শুষ্কই থাকবে।  মঙ্গলবার বাংলার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হবে না উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। মঙ্গলে ভিজতে পারে দুই পার্বত্য জেলা – দার্জিলিং এবং কালিম্পং। তবে সেদিনও বৃষ্টি হবে না জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।  

পরে বুধবার ও বৃহস্পতিবার আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও এই দু’দিন বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচদিনে রাতের তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী এক সপ্তাহ কলকাতার সর্বোচ্চ পারদ ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular