Weather: গ্রাম বাংলার গরম ভোটে জল ঢালবে মেঘ

Weather: বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণও দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি ভুগতে হতে পারে।

Advertisements

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘণ্টা পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

Advertisements

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা।

উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম মণিপুরে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সতর্কতা। আগামী কয়েক দিন উত্তরাখান্ড রাজস্থান উত্তরপ্রদেশেও প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যতে এই সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।