Weather: বজ্রপাত-বৃষ্টির হলুদ সতর্কতা জারি

Weather: গভীর রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা কমলেও বৃষ্টি চলছেই।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ।

   

গত ২৪ ঘণ্টায় আলিপুরে ২৭.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে‌ খবর, আজকে কলতকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।

আগামী কয়েকদিন কলকাতা এবং তার লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা, দমদম, সল্টলেক, বালী, হাওড়া, ডায়মন্ড হারবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘণ্টায়।

৪০ থেকে ৬১ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাত থেকে বৃষ্টি চলতে থাকায় অফিসযাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন