HomeWest BengalKolkata CityWeather: বৃষ্টির সাথে তেড়ে আসছে ঘূর্ণি দানব

Weather: বৃষ্টির সাথে তেড়ে আসছে ঘূর্ণি দানব

- Advertisement -

Weather: এখন সেপ্টেম্বরের প্রায় শেষ । অক্টোবরের শুরুতেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি রবিবারেও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টিসহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৮ শতাংশ।

   

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারের আবহাওয়া পূর্বাভাসে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা থেকে ১ অক্টোবর নাগাদ নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়। সাধারণভাবে অক্টোবর হল ঘূর্ণিঝড়ের মাস, তাই এই অনুমান আবহাওয়া দফতরের। ঘূর্ণিঝড় না হলেও অতিগভীর নিম্নচাপ তৈরি হতে পারে। সম্ভাব্য অতিগভীর নিম্নচাপের অভিমুখ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না আবহাওয়া দফতর। যে রূপেই আসুক না কেন, ৪ অক্টোবরের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর

Most Popular

Recent Comments