HomeWest BengalKolkata CityWeather: শীতের সাথে ফের আসছে বৃষ্টি, কলকাতা-জেলার শীতল যুদ্ধ

Weather: শীতের সাথে ফের আসছে বৃষ্টি, কলকাতা-জেলার শীতল যুদ্ধ

- Advertisement -

Weather:কলকাতা লড়ছে শীতল যুদ্ধে। বড়দিনের আগেই এবার দূষিত নগরী কলকাতা জুড়ে হিমেল পরশ। এবার কি কলকাতায় রেকর্ড পারদ পতন? এমন চলছে আলোচনা। হাওয়া মোরগ জানিয়েছে, কলকাতার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। জেলা বনাম রাজধানীর শীতল যুদ্ধ চলছে। বুধবার মরশুমের শীতলতম দিন। এই তাপমাত্রা আরও নামবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এমনই বলছে আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪. ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।  পূর্বাভাস অনুযায়ী, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। মহানগরের আকাশ আজ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবীপ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসে।

   

বুধবার দিনভর রোদ থাকবে আকাশে। দিনের প্রায় পুরো সময়টায় রোদ থাকবে। মেঘ থাকবে না। মনোরম আবহাওয়া থাকবে। এদিন বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই। এদিন রাতেও আকাশ পরিষ্কার থাকবে। বুধবার জেলায় হাওয়ার গতিবেগ ৪-৫ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৩-১৪ কিলোমিটারের আশেপাশে থাকবে।

জ্বর, সর্দি, কাশি উপসর্গ-সহ অন্যান্য ভাইরাস সংক্রমণ থাবা বসাচ্ছে এই আবহাওয়ায়। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular