weather report: সারাদিন প্রবল গরমের পর বিকেলে স্বস্তির বৃষ্টি নামার সম্ভাবনা। আর্দ্রতা বজায় থাকার ফলে গুমোট গরম অনুভূত হবে। হাওয়া মোরগ জানিয়েছে, বৃষ্টির আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ কিছুটা কমবে।
Advertisements
পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতায় আদ্রতার অস্বস্তি।
পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ও বুধবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Advertisements
এছাড়া, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।ঝড়ের সময় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে ২৭ মে শনিবার পর্যন্ত। চলতি সপ্তাহে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের কয়েক ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে


