Weather: তীব্র গরমের মাঝে বাংলার ১১ জেলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল মৌসম ভবন

Heavy Rainfall

যত সময় এগোচ্ছে ততই যেন ঘর্মাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়া (Weather) বিরাজ করতে শুরু করে দিয়েছে বাংলা জুড়ে। আজ ৩১শে মার্চ অর্থাৎ মাসের শেষ দিন। অন্যদিকে আগামীকাল থেকে শুরু করে হচ্ছে নতুন মাস অর্থাৎ এপ্রিল মাসে। আর এই এপ্রিল মাসে থেকে ভয়ানক গরম পড়বে বলে আশংকাপ্রকাশ করেছে আলিপুর হাওয়া অফিস।

Advertisements

যদিও আজ রবিবার ছুটির দিনে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টি নামবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। তীব্র অস্বস্তিকর গরমের মধ্যেই বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। বর্তমানে আকাশ রৌদ্রজ্জ্বল হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের উপর অবস্থান করছে। ফলে যে কারণে দফায় দফায় কাঁপানো বৃষ্টি নামবে বলে জানানো হয়েছে।

প্রথমে আসা যাক কলকাতার কথায়। আজ শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ রবিবার সকালবেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা গুলিতে। বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতার উপর দিয়ে। শুধু তাই নয়, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টি।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।