Weather: চৈত্র সংক্রান্তিতে বাংলার ৮ জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস জারি

রাত পোহালেই গোটা বাংলা নববর্ষের আনন্দে মেতে উঠবে। কিন্তু তার আগেও সবথেকে বড় প্রশ্ন সকলের মধ্যে ঘোরাফেরা করছে। আর সেটা হল আজ অর্থাৎ শনিবার এবং আগামীকাল রবিবার বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে? বৃষ্টি হবে নাকি তীব্র গরম বাড়বে?

Advertisements

এবার এই প্রসঙ্গে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর যা আপনারও বাড়ি থেকে বেরনোর আগে বা নববর্ষ নিয়ে প্ল্যান করার আগে জেনে নেওয়া জরুরি। জানা গিয়েছে, আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনের বেলায় গরম অনুভূতি হবে‌। বলা ভালো, আজ থেকে নতুন করে গরমে নাজেহাল হওয়ার দিন শুরু হল। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গে খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। সেইসঙ্গে হু হু করে তাপমাত্রাও বাড়বে বলে খবর।

   

দক্ষিণবঙ্গের পারদ আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে বলে খবর। আগামীকাল নববর্ষের দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া গরম ও শুষ্ক থাকবে বলে পূর্বাভাস। আজ চৈত্র সংক্রান্তি। আর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা হলেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, শনিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।

Advertisements

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে শুনলে আঁতকে উঠবেন আপনিও। জানা গিয়েছে, আজ চৈত্র সংক্রান্তির দিনে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী সোমবার থেকে আরও বৃষ্টি বাড়বে। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।