HomeWest BengalKolkata Cityফুঁসছে বহু নদী, ভারী বৃষ্টির শঙ্কায় আজ ৩ জেলায় কমলা সতর্কতা জারি

ফুঁসছে বহু নদী, ভারী বৃষ্টির শঙ্কায় আজ ৩ জেলায় কমলা সতর্কতা জারি

- Advertisement -

ভীষণ কষ্টকর গরমে পুড়ছে বাংলা। বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের একবার তাপমাত্রা উর্ধ্বমুখী হয়েছে। সকালের দিকে ভ্যাপসা গরমের মধ্য দিয়েই সকলের ঘুম ভাঙছে রীতিমতো। যদিও আগামী ১ জুন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather) বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। এছাড়া আজ বৃহস্পতিবার বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলা, হলুদ সতর্কতা জারি করা হল।

 

   

জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘর্মাক্ত অস্বস্তিকর গরম অনুভব হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৯° সেলসিয়াসের আশেপাশে থাকার দরুণ অস্বস্তির মধ্য দিয়ে আপনার দিন কাটবে। এদিকে আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে (Heavy Rainfall) ভিজতে চলেছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা। কোথাও ৭ থেকে ১১ সেমি তো আবার কোথাও ১২ থেকে ২০ সেমি অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দোসর হবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া।

এদিকে আজ ও আগামীকাল শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে তিস্তা, তোর্সা থেকে শুরু করে জলঢাকা, সঙ্কোশ নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। এছাড়া আজ পশ্চিমের বেশিরভাগ জেলা যেমন পুরুলিয়া, বাকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular