Weather: বিহারের ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

weather ভোরে এক পশলা বৃষ্টি, সারাদিন মেঘলা আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। আগাস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত তেমন কোনও পরিস্থিতি তৈরি হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টিতে ভিজবে শহর। বজায় থাকবে অস্বস্তি।

Advertisements

নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এবার বিহারের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি। উত্তর প্রদেশ থেকে বিহার পর্যন্ত বিস্তত সেটি। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে সক্রিয় হয়ে উঠেছে। তার জেরেই আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণ চলবে। আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বর্ষণের কোনও সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর দেয়নি। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহান্তে বৃষ্টির দাপট বাড়তে পারে। ১২ অগাস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তর-পূর্বের রাজ্য সিকিমেও ১১-১২ তারিখ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।