তিলোওমার ধর্ষন-খুনের ঘটনায় মশাল মিছিল WBJDF-এর, চলবে রাতভর অবস্থানও

RG-kar-protest

রাত পোহালেই তিলোত্তমার বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক। তবে কলকাতা পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য কোনও সংগঠন তাদের কাছে আনুষ্ঠানিক আবেদন জানায়নি। তবুও অভিযান ঠেকাতে প্রস্তুত পুলিশ প্রশাসন।

এদিকে শুক্রবার রাত থেকেই আন্দোলনের তাপ বাড়াতে উদ্যোগ WBJDF-এর। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মশাল মিছিল, যা যাবে শ্যামবাজার পর্যন্ত। সেখানে রাতভর, ভোর চারটা পর্যন্ত চলবে অবস্থান। শনিবার শ্যামবাজারেই আয়োজন করা হয়েছে রাখি বন্ধন কর্মসূচি। চিকিৎসক এবং নাগরিক সমাজের সদস্যদের এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও আজ রাতেই একাধিক মিছিল বেরোনোর সম্ভাবনা রয়েছে, যার মধ্যে শ্যামবাজার থেকে শুরু হওয়া আরও একটি মিছিল উল্লেখযোগ্য।

   

গত বছরের ১৪ অগস্ট R G Kar কাণ্ডের পর প্রথম বড় নাগরিক আন্দোলন হয়েছিল। বছর পেরিয়ে গেলেও এখনও বিচার পাননি তিলোত্তমার বাবা-মা। তাই ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁদের এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য দলীয় পতাকা ছেড়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ওনার (তিলোত্তমার) বাবা-মা হাঁটবেন, আমরা পিছনে থাকব। ওনার বাবা-মা যদি বলেন, বসবেন, আমরাও বসব। ওনার বাবা নেতৃত্ব দেবেন। যিনি যেমন তেমন চাইবেন, তেমনটাই করা হবে।”

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এই প্রতিবাদে যাতে কোনও রাজনীতির রং না লাগুক, সেটাই আমরা চাই। আমাদের সমস্ত কর্মীরা এতে অংশ নেবেন।”

তবে এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “একটা এজেন্ডা তৈরি করা হয়েছে। বিজেপির দ্বারাই পরিচালিত হচ্ছে। এসব করে কোনও লাভ নেই। সরকারি দুষ্কৃতীর বিরুদ্ধে পদক্ষেপ করেছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন