Bratya Basu: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাড়াতেই ‘Wanted’ পোস্টারে ছয়লাপ, গরম যাদবপুর বিশ্ববিদ্যালয়

Bratya Basu

মন্ত্রীর পাড়ায় মন্ত্রীর নামেই অপরাধী বলে পোস্টারে ছয়লাপ। ‘শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সন্ধান চাই’,এমন পোস্টারে সরগরম কলকাতা। প্রতিটি পোস্টার দিয়েছে SFI ছাত্র সংগঠন। CPIM এর ছাত্র শাখার দাবি, এবার চালিয়ে খেলা হবে।

Advertisements

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী ছাত্রের উপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগে বিতর্কে জড়িয়েছেন মন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর ‘সন্ধান চাই’, ‘ক্রিমিনাল’ লেখা শব্দের পোস্টার ঘিরে আরও বিতর্ক।

   

শিক্ষা মন্ত্রীর বাড়ির এলাকায় কালিন্দী বাস স্ট্যান্ড সহ একাধিক জায়গায় দেওয়া হয় পোস্টার। এলাকায় দেওয়া পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠেছে।

শিক্ষামন্ত্রী ও তার গাড়ির চালক ও অধ্যাপক ওমপ্রকাশ মিসরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছেন অভিযোগকারী ছাত্র ইন্দ্রাণুজ রায়। মন্ত্রীর বাড়ির সামনে মিছিল ও করে এসএফআই।

Advertisements

Bratya Basu

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা বার্ষিক সাধারণ সভা ছিল। অভিযোগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয় বলে অভিযোগ। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। জখম হন যাদবপুরের দুই ছাত্র। আরও অভিযোগ ওঠে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আহত হয়েছেন ইন্দ্রানুজ রায় নামে ছাত্র।

যাদবপুর সরগরম। বাম ছাত্র সংগঠনের সঙ্গে বিজেপির ছাত্র সংগঠনেরও সংঘর্ষ হয়। তৃণমূল ছাত্র সংগঠনের দাবি, পরিকল্পিত ঝামেলা পাকানোর চেষ্টা। বাম ছাত্র সংগঠনের দাবি ছিল পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি। বুধবার পুলিশকে ভর্ৎসনা করে কলকাতা হাই কোর্ট। ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের করা হল না, সেই প্রশ্ন তোলেন বিচারপতি। বৃহস্পতিবার মন্ত্রীর নামে অভিযোগ দায়ের হয়। শুক্রবার মন্ত্রীর পাড়ায় পড়েছে ক্রিমিনাল লেখা পোস্টার।