Mamata Banerjee: অর্পিতা ভালো কাজ করে শুনলাম, পার্থর সামনেই প্রশংসা করেন মমতা

পার্থ দাবার ঘুঁটি। মমতাকে জেরা করুক ইডি : বিকাশ ভট্টাচার্য

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা সহ ধৃত তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি। গ্রেফতার করা হয়েছে মন্ত্রী পার্থকে। এর পরেই পুরনো একটি ভিডিও ঘিরে শোরগোল। এতে দেখা যাচ্ছে (Mamata Banerjee) মমতা নিজে প্রশংসা করছেন অর্পিতার।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী সঙ্গে কথোপকথন হচ্ছে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের। সেখানে তিনি বলছেন, “অর্পিতা উড়িষ্যায় কাজ করে শুনলাম? আচ্ছা আচ্ছা ভালো করে করো। উড়িয়া বলতে পারো ভালো করে? কেমুতি আছোন্তি ভালোই বলতে পারো। উড়িষ্যায় কাজ করে বাংলার মেয়ে। পার্থ চট্টোপাধ্যায় আমি তো আগেই বলেছি”।

   

(ভিডিও সত্যতা খতিয়ে দেখেনি কলকাতা ২৪x৭)

এই ভিডিও কলকাতার নাকতলা দুর্গা পুজোর অনুষ্ঠানে তোলা। এই পুজো কমিটির মূল হোতা পার্থ চট্টোপাধ্যায় বলে জানা যাচ্ছে। তৃণমূলেরই একাংশের দাবি, অর্পিতার সাথে পার্থবাবুর মাখামাখি সম্পর্ক রয়েছে। সেই সূত্রে অর্পিতাকে বারবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যেত।

পড়ুন: SSC Scam: রাতে অর্পিতার ঘরে কেন যেতেন পার্থ? ‘মক্ষীরানি’ আটক

ভিডিওটি টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, বেশিদিন আগের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন মমতা। যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মাত্র ২০ কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতার ভালো কাজ সম্পর্কে অবগত ছিলেন।

Mamata Banerjee: অর্পিতা ভালো কাজ করে শুনলাম, পার্থর সামনেই প্রশংসা করেন মমতা

সিপিআইএম সাংসদ তথা এএসসি দুর্নীতি মামলার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, পার্থ আসলে দাবার ঘুঁটি। মমতার কাছে আসল তথ্য আছে।

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানিনা। যেটা মনে করা হচ্ছে আদালতে পেশ করার আগে তাঁকে মেডিকেল চেক আপ করানোর জন্য নিয়ে আসা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন