আবহাওয়া পরিবর্তনের মাঝে উর্ধমুখী সবজির দাম

Vegetable Prices Drop on Friday, Bringing Smiles to the Middle Class

শাক সবই এবং বাজার দর মাসের মাঝখানে কিছুটা পড়লেও আবার তা উর্ধমুখী। আসুন জেনে নি আজ কি দামে পাবেন নিত্য প্রয়োজনীয় সামগ্ৰি। বেগুন ৫০ থেকে ৬০ টাকা কিলো। কাকরোল ৫০ টাকা, বরবটি ও ৫০ টাকা কেজি দরে বিকোবে আজ বাজারে। ফুলকপি প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা। বাধা কপি ১০ থেকে ১৫ টাকা প্রতি পিস পেতে পারেন বাজারে। ধনে পাতা ১৪০ টাকা কেজি এবং চিচিঙ্গা প্রতি কেজি ৪০ টাকা কেজি দরে আজ বাজারে বিকোচ্ছে।

কাঁচা লঙ্কা আজ পেতে পারেন ৮০থেকে ১০০ টাকা কেজি এবং জ্যোতি আলু ১৮ থেকে ২০ টাকা কেজি দরে। এছাড়াও চিচিঙ্গা এবং গাজর যথাক্রমে ৫০ টাকা এবং ৪০ টাকা কেজি দরে ঘরে আনতে পারবেন কলকাতাবাসী। এবার আসা যাক লাল শাক এবং লাউ শাক যা পাবেন ১০ টাকা এবং ১৫ টাকা আঁটি। পালং শাক কিছুটা বেশি দাম আজ যা বিক্রি হচ্ছে ২০ টাকা প্রতি আঁটি। পেঁয়াজ যা বাঙালির ঘরে অত্যন্ত নিত্য প্রয়োজনীয় তা ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

   

উচ্ছে প্রতি কিলো ৪০ টাকা এবং লাউ প্রতি কিলো ৩০ টাকা দরে কিনতে পারেন আজ। যারা কুমড়ো বা গতি কচু কিনতে চলেছেন তাদের জন্য আজ দাম কিছুটা বেশি যা ৩০ টাকা প্রতি কেজিতে কিনতে পারেন। এবার আলোচনা করা যাক মাছ মাংসের দাম নিয়ে। মুরগির মাংস প্রতি কেজি ১৭০ টাকা এবং খাসির মাংস ৮০০ টাকা কেজি। গলদা চিংড়ি ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে ঘরে আনতে পারেন কিন্তু তাহলে রেস্ত খসবে পকেট থেকে। বাগদা চিংড়ি আরো দামি যা বিকোচ্ছে ৬০০ টাকা কেজি দরে। এছাড়া কাতলা মাছ ৩০০ টাকা, ভোলা মাছ ১৮০ টাকা, তেলাপিয়া ১১০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি পেতে পারেন আজ বাজারে। রুই মাছ গোটা প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা কেজি অন্য দিকে মৌরলা মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি, পার্শে ৪০০ টাকা এবং পাবদা ৪৫০ টাকা প্রতি কেজিতে পাওয়া যাবে। তবে সার্বিক ভাবে আজ সবজি এবং মাছ মাংসের দাম কিছুটা চড়া যা মদ্ধবিত্ত বাঙালির কপালে চিন্তার ভাজ ফেলতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন