
নিউজ ডেস্ক, কলকাতা: নতুন বছরের ৩ জানুয়ারি থেকে ভারতে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হতে চলেছে। টিকাকরণ হবে এ রাজ্যেও। ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ নিয়ে এদিন গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শহরের বিভিন্ন স্কুলে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে।
ফিরহাদ হাকিম জানান, আগামী মঙ্গলবার অর্থাৎ ৪ জানুয়ারি থেকে কলকাতার ৫০ টি বিদ্যালয়ে ১৫ বছর থেকে টিকা দেওয়া হবে। সেখানে বহিরাগতরাও টিকা নিতে পারবেন।
প্রসঙ্গত, রাজ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফের কড়া বিধিনিষেধ জারি হতে পারে বলে জানিয়েছেন। বন্ধ হতে পারে স্কুল কলেজ, কমানো হবে লোকাল ট্রেন এবং ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়া হবে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










