HomeWest BengalKolkata Cityমুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নবান্ন ও বাসভবনে নিষিদ্ধ হল মোবাইল ব্যবহার

মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নবান্ন ও বাসভবনে নিষিদ্ধ হল মোবাইল ব্যবহার

- Advertisement -

নবান্ন ও মুখ্যমন্ত্রীর বাসভবনে নিষিদ্ধ করা হল সব রকম মোবাইল ফোনের ব্যবহার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সেইসঙ্গে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাও।

সম্প্রতি পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ঢুকে পরেন হাসনাবাদের হাফিজুল নামের এক ব্যক্তি। প্রায় ৭ ঘণ্টা সে গা ঢাকা দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকে বলে খবর। পুলিশি জেরার মুখ সে জানিয়েছে যে সে জামার তলায় লোহার রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকে। এদিকে এহেন ঘটনাকে ঘিরে নড়েচড়ে বসেছে প্রশাসন।

   

এদিকে কী উদ্দেশ্যে সে মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল সে বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের চলে যান ওই ব্যক্তি। সারা রাতে ধরে বসেছিলেন। পুলিশের কড়া নিরাপত্তা বলয় টপকে কীভাবে প্রবেশ করলেন ওই ব্যক্তি? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কালীঘাট থানার পুলিশ। কী উদ্দেশ্য ছিল এর পিছনে তা খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular