Airport Kolkata:কলকাতা বিমানবন্দরে দুই বিমানের ধাক্কা, ক্ষতিগ্রস্ত দুই বিমানের ডানা

kolkata airport

কলকাতাঃ বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে ঘটে গেল ভয়াবহ ঘটনা। রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ,বরাত জোরে বাঁচলেন দুই বিমানের যাত্রী।

সূত্রের খবর, এদিন সকাল ১০.৪০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমান চেন্নাই যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অন্যদিকে ইন্ডিগোর সিক্স বিমানটি কলকাতা থেকে দারভাঙ্গার উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল।

   

দুটি বিমান একসঙ্গে রানওয়ের দিকে যাওয়ার সময়েই ঘটে যায় বিপত্তি। দু’টি বিমানের ডানায় ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই বিমানই।

সূত্র মারফত জানা গিয়েছে,বিমান নিয়ন্ত্রণ সংস্থা বিমানের উভয় চালককে সাময়িক ভাবে কাজ থেকে অব্যাহতি দিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। দুই বিমান মিলিয়ে প্রায় তিনশোজন যাত্রী ছিল। তবে বিমানগুলো রানওয়ে ছেড়ে গেলে হয়ত বিপদ আরও বেশী হতে পারত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন